পরমাণু বোমা বানাতে সক্ষমতার দাবি ইরানের

শেয়ার বিজ ডেস্ক: ইরান কারিগরিভাবে পরমাণু বোমা বানাতে সক্ষম বলে দাবি করেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। খবর: ফ্রান্স টুয়েন্টিফোর।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামিনির জ্যেষ্ঠ উপদেষ্টা কামাল খারাজি গণমাধ্যমকে এ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইল ও সৌদি আরব সফরে এসে ইরানকে পরমাণু বোমার অধিকারী হতে দেয়া যাবে না বলে ঘোষণা দেন। তার জবাবে পরমাণু তৈরির সক্ষমতা নিয়ে মুখ খোলেন কামাল খারাজি। তিনি বলেন, আমরা ইউরেনিয়াম ৬০ শতাংশ সমৃদ্ধ করতে পারতাম। এখন সহজেই ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে পারি। কারিগরিভাবে ইরান পরমাণু বোমা বানাতে সক্ষম। তবে বোমা বানানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি রক্ষায় যুক্তরাষ্ট্র গ্যারান্টি দেয়নি। কোনো চুক্তির সম্ভাবনাও নষ্ট হয়ে গেছে।

‘৯০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করা গেলে তা দিয়ে বোমা বানানো সম্ভব’ বলে উল্লেখ করে ফ্রান্স টুয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়, খারাজির এমন মন্তব্যে ধারণা করা হচ্ছে, পরমাণু বোমার বিষয়ে ইরানের আগ্রহ রয়েছে। তবে দেশটি সব সময়ই তা অস্বীকার করে আসছে। ২০১৫ সালে বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তিতে তেহরানকে ইউরেনিয়াম ৩ দশমিক ৬৭ শতাংশ সমৃদ্ধ করার অনুমতি দেয়া হয়।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বের হয়ে যান। এরপর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার মাত্রা বাড়ানোর ঘোষণা দেয়। ইরানের দাবি, তারা বেসামরিক কাজে ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে চুক্তিতে ফিরে এলে তেহরান চুক্তি মেনে চলবে। এর পরিপ্রেক্ষিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাইডেন প্রশাসন ও তেহরানের মধ্যে প্রায় ১১ মাস পরোক্ষ আলোচনার পর গত মার্চে পরমাণু চুক্তিতে ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট ভবিষ্যতে সেই চুক্তি ভাঙতে পারবে না বাইডেনের কাছে ইরান এর গ্যারান্টি চাইলে বাইডেন কোনো প্রতিশ্রুতি দিতে পারেননি।