পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড

শেয়ার বিজ ডেস্ক : পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজ সাইবার হামলার শিকার হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর পেজটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায় এবং সেখানে ইন্দোনেশিয়ার ভাষা ‘বাহাসা’য় জুয়াভিত্তিক বিভিন্ন ভিডিও স্ট্রিমিং করা হতে থাকে।

জনকূটনীতি অনু বিভাগের পরিচালক এ এইচ এম মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। ফেসবুক কর্র্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পেজটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।’

সূত্র জানায়, হ্যাকাররা দুপুরের দিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে পেজে ‘বাহাসা’ ভাষায় লাইভ ভিডিও সম্প্রচার করতে থাকে, যেগুলো মূলত অনলাইন জুয়াসংক্রান্ত প্রচার। এই ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে এবং তাৎক্ষণিকভাবে আইসিটি বিশেষজ্ঞ ও নিরাপত্তা দলকে দায়িত্ব দেওয়া হয়। পেজটি (গতকাল রাত পৌনে ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত) ফেসবুক কর্র্তৃপক্ষের সহায়তায় পুনরুদ্ধারের প্রক্রিয়া চলছিল। পাশাপাশি হ্যাকিংয়ের উৎস ও দায়ীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এটা শুধু একটি প্রযুক্তিগত হামলা নয়, বরং এটি রাষ্ট্রীয় তথ্য নিরাপত্তার প্রশ্নও উত্থাপন করছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা আরও একবার সামনে চলে এসেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তারা।