Print Date & Time : 12 September 2025 Friday 3:58 am

পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর ভারত গেলেন পিটার হাস

শেয়ার বিজ ডেস্ক: বড় দিনের ছুটি কাটাতে স্ত্রীকে নিয়ে দিল্লী গেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে বেসরকারি বিমান ভিস্তারার একটি ফ্লাইটে তিনি দিল্লী গেছেন বলে জানা যায়। কূটনৈতিক সূত্র পিটার হাসের বড় দিনের ছুটিতে ঢাকার বাইরে থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টা খানেক বৈঠক করেন পিটার হাস। পিটার হাসের আগে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকও। যদিও এ নিয়ে কোনো পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর হঠাৎ করে শ্রীলঙ্কা সফরে যান পিটার হাস। পরে ২৭ নভেম্বর শ্রীলঙ্কান এয়ারলাইন্সযোগে বাংলাদেশে ফেরেন মার্কিন এ রাষ্ট্রদূত। তখনও তার শ্রীলঙ্কা সফর নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ছিল।