Print Date & Time : 8 July 2025 Tuesday 6:01 pm

পরশুরামে পিকআপ চাপায় শিশুর মৃত্যু

প্রতিনিধি, ফেনী: ফেনীর পরশুরামে বালুভর্তি পিকআপ গাড়ির চাপায় শাওন নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এঘটনা ঘটে। নিহত শাওন উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী গ্রামের আবদুল হান্নানের ছেলে। সে স্থানীয় পূর্বসাহেবনগর ঘাটঘর হোসানিয়া মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্র ছিলো।

এ ঘটনায় স্থানীয়রা পিকআপের চালক মোঃ হারুন (৪০) কে আটক করে পরশুরাম থানার পুলিশের কাছে সোর্পদ করেছে।

প্রত্যাক্ষদশী ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কাউতলী বালুঘাট থেকে আসা দ্রতগ্রামী একটি বালুবাহী পিকআপ গাড়ি পূর্ব সাহেবনগর স্ট্রিল ব্রিজের উপরে উঠার সময় হঠাৎ গাড়ীটি পিছনে দিকে চলে আসে। এসময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবার সময় শাওন গাড়ীর পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ খালেদ হোসেন জানান নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।