Print Date & Time : 1 August 2025 Friday 1:19 am

পরিকল্পনা মন্ত্রণালয় ও ইউএনডিপির উদ্যোগে চট্টগ্রামে সেমিনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: পরিকল্পনা মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) যৌথ উদ্যোগে ‘ইন্ডাস্ট্রি সেক্টর রিস্ক প্রোফাইল-দ্য কেইস অব কেইপিজেড অ্যান্ড কালুরঘাট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইন চট্টগ্রাম’ শীর্ষক গবেষণাবিষয়ক সেমিনার গতকাল বন্দর নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আহসান হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন দি চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের যুগ্মপ্রধান ড. নুরুন নাহার ও ইউএনডিপির প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ আবদুল্লাহ খান এতে বক্তব্য দেন। এ সময় চেম্বার সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক অঞ্জন শেখর দাশ, প্রাক্তন পরিচালক মো. এম. মহিউদ্দিন চৌধুরী ও মাহফুজুল হক শাহ অংশগ্রহণ করেন। গবেষণা কার্যক্রমটি পরিচালনা করেন ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)।

বিশেষ অতিথির বক্তব্যে চিটাগং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, একটি জ্ঞানভিত্তিক উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে ব্যবসায়ীদের তথ্যভিত্তিক তথা ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে দুর্যোগ ঝুঁকি বুঝে বিনিয়োগ করতে হবে। এ গবেষণার মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে শিল্প খাতে দুর্যোগ ও জলবায়ুর পরিবর্তনগত প্রভাবে সৃষ্ট ঝুঁকি চিহ্নিত করা হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সরকার ও দাতাসংস্থার নিয়মিতভাবে এ জাতীয় গবেষণা পরিচালনার মাধ্যমে ব্যবসায়ীদের অবহিত করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন এবং বঙ্গবন্ধু শিল্প নগর অঞ্চলে এ জাতীয় গবেষণা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।