নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের অতিরিক্ত পরিচালক দিপ্তী রানী হাজরা। সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
দিপ্তী রানী ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে বি. কম (অনার্স) সহ এম. কম. (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস্ হতে ডীনস্ এ্যাওয়ার্ড (Summa Cum Laude)সহ এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি Digital Frontiers Institute Gi Certified Digital Finance Practitioner (CDFP) পেশাগত ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশে ব্যাসেল-২ ও ব্যাসেল-৩ বাস্তবায়নের এর মূল নীতিমালাসহ সব সহায়ক নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে ‘বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ অর্জন করেন। দিপ্তী রানী হাজরা ব্যাংকসমূহের ঋণ ঝুঁকির বিপরীতে ঝুঁকিভারিত সম্পদ নিরূপণের জন্য ECAI নির্বাচনের লক্ষ্যে গাইডলাইন্স তৈরি, ব্যাসেল-২ ও ব্যাসেল-৩ বাস্তবায়নের মূল নীতিমালা ‘গাইডলাইন্স অন রিস্ক বেইজড্ ক্যাপিটাল এ্যাডিকোয়েসি’ তৈরি, ব্যাসেল-২ এর পিলার-২ বাস্তবায়নের লক্ষ্যে ICAAP, Guidelines for Credit Risk Management ও ICRRS Guidelines প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য তিনি BBTA, BIBM আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। তিনি Bureau of Economic Research, DU হতে অফাধহপব Advance Econometrics ও Monetary Economics এ সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন।