Print Date & Time : 30 August 2025 Saturday 10:39 pm

পরিচালন মুনাফায় সেরা ৫ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: মূল্যস্ফিতি না বাড়লেও অনেক ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে অস্বাভাবিকভাবে। প্রায় ১৪টি ব্যাংকের পরিচালন মুনাফা ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বেড়েছে। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ পাঁচ ব্যাংকের পরিচালন মুনাফা সবচেয়ে বেশি।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিচালন মুনাফায় সেরা পাঁচ ব্যাংক: ওয়ান ব্যাংক, ব্রাক ব্যাংক পিএলসি, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি ও প্রাইম ব্যাংক পিএলসি।

ওয়ান ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংকের পরিচালন মুনাফা বিদায়ী বছর ২০২৪ সালে ৮৩০ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা আগের বছর ২০২৩ সালে ৩৬১ কোটি টাকা ছিল। অর্থাৎ এক বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে ৪৬৯ কোটি টাকা বা ১২৯.৯১ শতাংশ।

ব্রাক ব্যাংক

বিদায়ী বছর ২০২৪ সালে ব্রাক ব্যাংকের পরিচালন মুনাফা ২ হাজার ৪০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা আগের বছর ২০২৩ সালে ১ হাজার ৩৯৩ কোটি টাকা ছিল। অর্থাৎ এক বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে ১ হাজার ৭ কোটি টাকা বা ৭২.২৯ শতাংশ।

সিটি ব্যাংক

বিদায়ী বছর ২০২৪ সালে সিটি ব্যাংকের পরিচালন মুনাফা ২ হাজার ২৮৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা আগের বছর ২০২৩ সালে ১ হাজার ৩৪৯ কোটি টাকা ছিল। অর্থাৎ এক বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে ৯৩৮ কোটি টাকা বা ৬৯.৫৩ শতাংশ।

ডাচ-বাংলা ব্যাংক

ডাচ-বাংলা ব্যাংকের পরিচালন মুনাফা ৮৭২ কোটি টাকা বা ৬১.৭১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৫ কোটি টাকা। ২০২৩ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১ হাজার ৪১৩ কোটি টাকা।

প্রাইম ব্যাংক

বিদায়ী বছরে প্রাইম ব্যাংকের পরিচালন মুনাফা ৫৬৩ কোটি টাকা বা ৬০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০০ কোটি টাকা। ২০২৩ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৯৩৭ কোটি টাকা।