পরিত্যক্ত অফিস থেকে লং রেঞ্জ রাইফেল উদ্ধার, আটক ৩

প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া টেকেরঘাট এলাকার পরিত্যক্ত একটি অফিসে বিশেষ অভিযান চালিয়ে লং রেঞ্জ শুটিং রাইফেলসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

গতকাল শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- তাহিরপুর উপজেলার বড়ছড়া গ্রামের আবুল কালামের ছেলে মো. রাজু আহমেদ (২১), আলতু মিয়ার ছেলে মো. জালাল মিয়া (২৩) এবং নুর মোহাম্মদের ছেলে মো. রাসেল মিয়া (২৫)। সিলেট সেক্টর কমান্ডার মো. সাইফুল ইসলাম চৌধুরী প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সেক্টর কমান্ডার মো. সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবির টেকেরঘাট বিওপি সদস্যরা গোপন তথ্য পান যে পরিত্যক্ত একটি ঘরে সন্ত্রাসীরা অবস্থান করছে। এরপর তাহিরপুর থানা পুলিশ ও বিজিবি যৌথভাবে অভিযান চালায় এবং একটি লং রেঞ্জ রাইফেলসহ তিনজনকে আটক করে।

সেক্টর কমান্ডার আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভারত থেকে সন্ত্রাসী নাজমুল নামের এক ব্যক্তি এই অস্ত্র নিয়ে আসে। নাজমুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। এই অস্ত্র কেন আনা হয়েছিল এবং এর সম্ভাব্য ব্যবহার কী ছিল, তা জানতে আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। নাজমুলকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম।