পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্বোধন

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৯’ উদযাপন শুরু হয়েছে। রাজধানীর আজিমপুরে মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে গতকাল কেন্দ্রীয়ভাবে এটির উদ্বোধন করা হয়। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।  অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ. খ. ম. মহিউল ইসলাম, অধিদপ্তরের অন্যান্য পরিচালক, কর্মকর্তা, এমসিএইচটিআইয়ের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি