পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস বিচ্ছিন্ন

প্রতিনিধি, নরসিংদী : পরিবেশ দূষণের দায়ে নরসিংদী জেলার দুটি শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং পরিবেশ দূষণ-বিরোধী অভিযান চালিয়ে শিল্পপ্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ পদক্ষেপ প্রহণ করে।

পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটিরং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার তনু নরসিংদী জেলায় এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের ক্যাপিটাল বোর্ড মিলস লি., সান্তানপাড়া, পলাশ, নরসিংদী ও কুমিল্লা ডায়িং অ্যান্ড প্রিন্টিং মিলস (নতুন নাম পারিজাত টেক্সটাইল), বাগহাটা, নরসিংদী সদরের এ প্রতিষ্ঠান দুটি তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় পরিবেশে নির্গমনের দায়ে তাদের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে পল্লী বিদ্যুৎ সমিতি নরসিংদী ১ ও ২, তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা বাহিনী (পুলিশ সদস্য) সার্বিক সহযোগিতা করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।