নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম নাসিরাবাদ শিল্প এলাকার সালেহ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এ কারখানা সিলগালা করে দেয়া হয়। কারখানা কর্তৃপক্ষকে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিবেশসম্মত উৎপাদন ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসনের মাধ্যমে জানা যায়, সালেহ স্টিল দীর্ঘদিন ধরে পরিবেশের জন্য ক্ষতিকর কালো ধোঁয়া উম্মুক্ত এলাকায় ছড়িয়ে দিয়ে আসছে।
গতকাল বিকালে অভিযানে গিয়ে সার্কেলের এসিল্যান্ড ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এমন অবস্থা দেখেন। মোবাইল কোর্টে সহায়তাকারী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনির হোসেন কারখানাটিকে পরিবেশের জন্য হুমকি স্বরূপ আখ্যায়িত করেন এবং ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত অভিযোগ দেন।
দীর্ঘদিন এলাকাবাসী এ কারখানার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে আসছে। জেলা প্রশাসকের নির্দেশে গত বছরের অক্টোবর কারখানাটিকে সতর্ক করে জরিমানা করা হয়। তখন কারখানা কর্তৃপক্ষ পরিবেশ সম্মতভাবে উৎপাদন কার্যক্রম চালাবে মর্মে মুচলেকা দেয়। কিন্তু পুনরায় তারা কালো ধোঁয়া উš§ুক্ত পরিবেশে ছড়িয়ে দেয়া অব্যাহত রাখে। তার ফলেই এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জেলা প্রশাসকের কঠোর নির্দেশে পরিচালিত এ মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ ও সিএমপি সহায়তা করে।
কোম্পানিটি পুঁজিবাজারের তালিকাভুক্ত এসএস স্টিলের অধিগ্রহণকৃত কোম্পানি। কোম্পানিকে ২০২০ সালের আগস্ট মাসে ৯৯ শতাংশ শেয়ার কেনার মাধ্যমে এসএস স্টিল অধিগ্রহণ করে নেয়।