প্রধানমন্ত্রীর জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গৃহীত পদক্ষেপের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ২০২০ সালের জুন মাস থেকে গ্রামীণ ব্যাংক বৃক্ষরোপণ কর্মসুচি শুরু করে এবং ২০২১ সালে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদের নেতৃত্বে গ্রামীণ ব্যাংক সর্বপ্রথম দেশব্যাপী ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে। একই বছর শেখ রাসেল দিবসে ৯৪ লাখ ও বঙ্গবন্ধুর জš§বার্ষিকীতে সাত কোটি তিন লাখ ৩৮ হাজার ৪৪১টি গাছের চারা রোপণ করা হয়। চলতি বছর দেশব্যাপী ২০ কোটি গাছের চারা লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে গ্রামীণ ব্যাংক। ২০২০ থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সারাদেশে ৩৪ কোটি ৭১ লাখ গাছের চারা লাগানো হয়েছে। বিজ্ঞপ্তি

Print Date & Time : 10 September 2025 Wednesday 12:43 pm
পরিবেশ রক্ষায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগ
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: