Print Date & Time : 11 September 2025 Thursday 10:39 pm

পরিশোধিত মূলধন বাড়াবে উসমানিয়া গ্লাস

নিজস্ব প্রতিবেদক: পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের পরিচালনা পর্ষদ। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ন্যূনতম পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা থাকার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু বর্তমানে উসমানিয়া গ্লাস শিটের পরিশোধিত মূলধন রয়েছে ১৭ কোটি ৪১ লাখ টাকা। আর বিএসইসির এই নির্দেশনা পরিপালনের লক্ষ্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) কাছে ১৮ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকার ঋণের অর্থকে শেয়ার মূলধনে রূপান্তরের মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়াবে কোম্পানিটি।