Print Date & Time : 10 September 2025 Wednesday 12:40 am

পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য মামলার সাক্ষ্যগ্রহণ পেছালো

নিজস্ব প্রতিবেদক: চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।

রোববার (৯ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন এই মামলায় সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিচারিক আদালতকে জানান, মামলার কার্যক্রমে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি পরীমণির মাদক মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ। ২০২১ সালের ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরী মণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরী মণির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। পরদিন ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরী মণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।