Print Date & Time : 2 September 2025 Tuesday 1:06 am

পর্তুগালকে হারিয়ে ইতিহাস গড়ে সেমিতে মরক্কো

ক্রীড়া ডেস্ক : নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে এসে নতুন করে আরও এক ইতিহাস লিখল মরক্কো। পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে নাম লেখালো মরক্কো।

শনিবার দোহার আল থুমামা স্টেডিয়ামে খেলার ৪২তম মিনিটে দুর্দান্ত এক হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে দেন মরক্কোর ইউসুফ এন-নেসিরি।

খেলার শুরু থেকে অবশ্য আক্রমণ বেশি ছিল পর্তুগালের। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল তারা। কিন্তু গোলের জন্য আক্রমণে এগিয়ে ছিল মরক্কো।

এদিন অবশ্য খেলার শুরুর একাদশে মাঠে নামনো হয়নি পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। খেলার ৫২ মিনিটে রুবেন নেভাসের জায়গায় মাঠে নামানো হয় রোনালদোকে।

প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে পড়ায় দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দলকে জয় উপহার দিতে পারেনি রোনালদো।