জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩’। গত শনিবার বনানীর আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিএবি ও এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৩ আয়োজক কমিটির চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিএবির সদস্য ব্যাংকগুলোর চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীরা এবং অংশগ্রহণকারী দলের খেলোয়াড়রাসহ গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি