Print Date & Time : 4 August 2025 Monday 6:00 am

পর্যটকদের জন্য উম্মুক্ত সবচেয়ে গভীর দুবাই সুইমিং পুল

শেয়ার বিজ ডেস্ক: তেল নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থনীতিতে ঝুঁকছে মধ্যপ্রাচ্যের দেশ সংযক্ত আবর আমিরাত। ফলে পর্যটন ও সংস্কৃতি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশটির দুবাই শহরে নির্মাণ করেছে বিশ্বের সবচেয়ে গভীর সুইমিং পুল। দৃষ্টিনন্দন এই সুইমিং পুলটির গভীরতা ১৯৬ ফুট বা ৬০ মিটার। সম্প্রতি পর্যটকদের জন্য উম্মুক্ত করেছে সুইমিং পুলটি। খবর: সিএনএন।

গভীর পুলটি দুবাইয়ের পর্যটক আকর্ষণের নতুন কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ‘ডিপ ডাইভ দুবাই’ নামের পুলটিতে রেকর্ড ভাঙা বেশকিছু সুবিধা রয়েছে। এর মধ্যে অন্যতম হলোÑএটি পৃথিবীর অন্য যে কোনো ডাইভিং পুল থেকে অন্তত চারগুণ বড় আর ১৫ মিটার বেশি গভীর।

গত ২৭ জুন পুলটিকে বিশ্বের সবচেয়ে গভীর সুইমিং পুল হিসেবে স্বীকৃতি দেয় গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড। সুইমিং পুলটি যেন আস্ত একটি ডুবন্ত শহর।

শুক্রবার দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম পুলটির একটি ভিডিও সামাজিক মাধ্যম টুইটারে আপলোড করেছেন। তিনি লিখেছেন, ‘বিশ্বের গভীরতম পুল  ডিপ ডাইভ দুবাইয়ে ৬০ মিটার গভীরতায় আপনার জন্য অপেক্ষা করছে একটি পুরো পৃথিবী।’ ভিডিওতে দেখা গেছে ডাইভাররা পানির নিচে ডুবন্ত গাছ, বাথরুম, লাইব্রেরিসহ বিভিন্ন খেলার সরঞ্জাম ঘুরে দেখছেন।ডিপ ডাইভ দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পুলে এক কোটি ৪০ লাখ লিটার বিশুদ্ধ পানি রয়েছে, যা অলিম্পিক সুইমিং পুলের চেয়ে ছয়গুণ বেশি। পানির তাপমাত্রা রাখা হয় ৩০ ডিগ্রি সেলসিয়াস।পেশাজীবী এবং নবীন ডাইভাররা পুলটিতে নেমে পরিত্যক্ত একটি ডুবন্ত শহরের অভিজ্ঞতা নিতে পারবেন। বর্তমানে শুধু আমন্ত্রিতদের জন্যই পুলটি খুলে দেয়া হয়েছে। এ বছরের শেষ দিকে তা সবার জন্য উš§ুক্ত করে দেয়া হতে পারে।