Print Date & Time : 30 July 2025 Wednesday 10:16 am

পর্যটকদের জন্য উম্মুক্ত হচ্ছে জাপান

শেয়ার বিজ ডেস্ক : ভ্রমণকারীদের জন্য সীমান্ত পুনরায় খুলে দেওয়ার কথা ভাবছে জাপান। তবে এক্ষেত্রে নির্দিষ্ট কিছু দেশের ভ্রমণকারীরাই এ সুযোগ পাবেন। বিশেষ করে যেসব দেশে বর্তমানে করোনা সংক্রমণ একেবারেই কম সেসব দেশের ভ্রমণকারীদের জন্য দরজা উম্মুক্ত করতে যাচ্ছে জাপান। খবর: রয়টার্স।

করোনার বিস্তাররোধ করতে চলতি বছরের শুরুর দিকে জাপানে কড়াকড়ি আরোপ করা হয়। এরই অংশ হিসেবে দেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এদিকে গতকাল সোমবার থেকে রাজধানী টোকিওর সব স্কুল, সিনেমা হল, স্পোর্টস ক্লাব এবং ডিপার্টমেন্ট স্টোর খুলে দেওয়া হচ্ছে।

জাপানের সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, থাইল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ভ্রমণকারীদের জাপান ভ্রমণের অনুমতি দেওয়া হবে।