Print Date & Time : 16 September 2025 Tuesday 3:43 am

পর্যটকবাহী জাহাজ ২০ ডিসেম্বর থেকে চলবে

প্রতিনিধি, কক্সবাজার: দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আগামী ২০ ডিসেম্বর থেকে টেকনাফ-সেন্টমার্টিনে ফের পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। এই সংক্রান্ত একটি নিদের্শনা দিয়েছে নৌ-মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সভাপতি তোফায়েল আহমেদ।

তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ ও নদীর নাব্যসংকটের কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছিল প্রশাসনে পক্ষ থেকে। তাই বিকল্প উপায়ে কক্সবাজার থেকে জাহাজ চলাচল করা হচ্ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক থাকায় আবার জাহাজ চলাচলে অনুমতি পেয়েছি।”

এ ব্যাপারে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের খবরে দ্বীপের মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০ ডিসেম্বর টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যটকরা পা রাখবেন।