পর্যটকশূন্য মাধবকুণ্ড

শেয়ার বিজ প্রতিনিধি, মৌলভীবাজার: ঈদুল ফিতর উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম ইকোপার্ক ও প্রধান প্রাকৃতিক জলপ্রপাত মৌলভীবাজারের মাধবকুণ্ডে এবার তেমন পর্যটকের সমাগম হয়নি। তবে ঈদ উদ্যাপনে স্থানীয় প্রকৃতিপ্রেমীদের ঢল নেমেছে মাধবকুণ্ডে। ঈদের কয়েকদিন আগে থেকে মনু নদীর প্রতিরক্ষা বাঁধের ভাঙনে মৌলভীবাজার সদরসহ পাঁচ উপজেলা আকস্মিক বন্যার কারণে রাস্তাঘাট বন্ধ থাকায় বহিরাগত পর্যটকরা মাধবকুণ্ডমুখী হননি বলে পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন।
জানা গেছে, প্রতি বছর ঈদের দিন ও পরের তিন-চার দিন দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার পর্যটকের ভিড় জমে মাধবকুণ্ড ইকোপার্ক ও জলপ্রপাতে। কিন্তু দুই-তিন বছরের তুলনায় এবারের ঈদে এক-চতুর্থাংশও পর্যটকের সমাগম ঘটেনি।