Print Date & Time : 5 July 2025 Saturday 2:44 pm

পর্যটন মেলা ২০১৭

বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় খাত পর্যটন। এ খাতের বিকাশে সহায়তার লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়। এমনই একটি আয়োজন ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০১৭’ বা ডিটিএম।

এ মেলার আয়োজক ভ্রমণবিষয়ক পাক্ষিক ‘দ্য বাংলাদেশ মনিটর’। পত্রিকাটির উদ্যোগে চতুর্দশবারের মতো আয়োজিত হচ্ছে এ মেলা। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ইউ-এস বাংলা এয়ারলাইনস। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চলছে এ মেলা।

বিশ্বের নানা দেশের প্রায় ৫০টি সংস্থা মেলায় অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, পর্যটন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, বিমান সংস্থা, হোটেল অ্যান্ড রিসোর্ট, ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর প্রভৃতি। অংশ নেওয়া সংস্থাগুলো মেলায় আসা দর্শনার্থীদের জন্য বিশেষ ছাড়ে বিমানের টিকিট ও ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা উপস্থাপন করবে। এছাড়া র‌্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়েছে। বিজয়ীদের জন্য রয়েছে দেশ বিদেশে নানা গন্তব্যের এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে রাত্রি যাপন, লাঞ্চ ও ডিনারসহ বিভিন্ন পুরস্কার। মেলায় ‘হালাল পর্যটনের বিকাশ-বাংলাদেশের সম্ভাবনা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হবে।

গতকাল ৩০ মার্চ শুরু হয়েছে এ মেলা। চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। মেলার প্রবেশ ফি ৩০ টাকা।