শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। হোটেল-মোটেলে শহীদ শেখ রাসেলসহ জাতির পিতার পরিবারের শহীদ সদস্যদের জন্য কোরআনখানি, হোটেল-মোটেলে আবাসনের ওপর ১ দিনের জন্য ৩৬ শতাংশ ছাড় এবং ‘শেখ রাসেল দিবসের আহ্বান, শিশুবান্ধব পর্যটন’ শীর্ষক আলোচনা সভা। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া। সভাপতিত্ব করেন করপোরেশনের পরিচালক মো. আব্দুস সামাদ। উপস্থিত ছিলেন সংস্থার মহাব্যবস্থাপক, ব্যবস্থাপক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ব্যবস্থাপক মো. জিয়াউল হক হাওলাদার। বিজ্ঞপ্তি

Print Date & Time : 11 September 2025 Thursday 10:35 am
পর্যটন শিল্পে শিশুশ্রম বন্ধে কর্মপরিকল্পনা গ্রহণ
করপোরেট কর্নার ♦ প্রকাশ: