জহুরুল ইসলাম জহির, চাঁপাইনবাবগঞ্জ : গত ৫ আগস্টের পর প্রায় ১০ মাস থেকে পলাতক চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে সেবাবঞ্চিত নাগরিকরা।
ইউনিয়নবাসীর ব্যানারে আজ সোমবার দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনার পতনের দিন থেকেই পলাতক চারটি হত্যা মামলার আসামী শাহীদ রানা টিপু্। ইউপি চেয়ারম্যান না থাকায় বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী। এমনকি বিভিন্ন সরকারি সেবা না পেয়ে হয়রানীর শিকার হচ্ছেন তারা।
দ্রুত সময়ের মধ্যে পলাতক ইউপি চেয়ারম্যানকে স্থায়ীভাবে বরখাস্তসহ কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন- চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য আশরাফুল হক, রফিকুল ইসলাম, নাসির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
একে