Print Date & Time : 31 August 2025 Sunday 9:26 pm

পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক : আদালত থেকে পালিয়ে যাওয়া দুই জঙ্গি সদস্যকে ধরিয়ে দিলে প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ। রোববার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও জানানো হয়, প্রত্যেকের জন্য ১০ লাখ করে মোট ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। কেউ যদি তাদের তথ্য দিতে পারেন, তাকে এ পুরস্কারের আওতায় আনা হবে।

একইসঙ্গে পলাতক ২ জঙ্গি যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারে সেজন্য পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সীমান্তে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।