Print Date & Time : 5 August 2025 Tuesday 2:03 am

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন প্রথম ধাপের ভোটে ব্যাপক সহিংসতা

শেয়ার বিজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার আট দফা নির্বাচনের প্রথম ধাপে ৩০টি আসনে গতকাল শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে প্রচুর নিরাপত্তাকর্মী মোতায়েন থাকলেও ভোট গ্রহণ শান্তিপূর্ণ হয়নি। রাজ্যজুড়ে ব্যাপক গণ্ডগোল দেখা দিয়েছে। বিজেপির এক কর্মী নিহত হয়েছেন। প্রার্থীর

ওপর হামলা এবং নির্বাচনে ভোট কারচুপির অভিযোগও উঠেছে। খবর: আনন্দবাজার।

সকালেই কোশিয়ারিতে এক বিজেপি কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। বেশ কিছু জায়গায় উত্তেজনা দেখা দেয়। পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর ভাই ও পৌরসভার সাবেক চেয়ারম্যান সৌম্যেন্দু অধিকারীর গাড়ি ভাঙ্চুর হয়। সৌম্যেন্দুর অভিযোগ, তৃণমূল জালিয়াতি করছে শুনে তিনি এসেছিলেন। তারপরই তার ওপর হামলা করা হয়েছে। তৃমমূলের দাবি, বিজেপি ওখানে কারচুপি করেছে।

হামলা হয়েছে বাম নেতৃত্বাধীন সংযুক্ত মোর্চা প্রার্থী সুশান্ত ঘোষের ওপরও। সেখানেও অভিযুক্ত রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। পুরুলিয়ায় তৃণমূলের এক প্রার্থীকে টিভি ক্যামেরার সামনেই বিরোধীদের হুমকি দিতে দেখা গেছে। তিনি বলেছেন, গুলি মেরে দেব। নির্বাচন কমিশন ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি এ কাজ করেছে। পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় একই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর শক্ত ঘাঁটি বলে পরিচিত।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামÑএ চারটি জেলায় প্রথম দফায় গতকাল ৩০টি আসনে ভোট অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গে মোট ২৯৪টি আসন রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নিয়োগ করা হয়েছে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও পুলিশ। এ ৩০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের ১৯১ প্রার্থী।