শেয়ার বিজ ডেস্ক: পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়েছেন। তিনি গুলিতে আহত হয়েছিলেন। পরে গুরুতর অবস্থায় গত শনিবার রাতে তার মৃত্যু হয়। খবর: আল জাজিরা।
বেশ কয়েকটি মেডিকেল সূত্রের বরাত দিয়ে ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত ওই ফিলিস্তিনি তরুণের নাম মুজাহেদ আহমেদ দাউদ, বয়স ৩১ বছর। তিনি কারায়েত বানি হাসান শহরের বাসিন্দা ছিলেন। আহত অবস্থায় দাউদকে রামাল্লাহর ইসতিশারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনীর গুলিতে আরও তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরাইলি বাহিনীর দাবি, ফিলিস্তিনিরা শনিবার কারাওয়েত বানি হাসানের কাছে সহিংস দাঙ্গা শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানকার দায়িত্বরত সৈন্যরা গুলি চালায়।
গত মার্চ থেকে পশ্চিমতীরে একের পর অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। সেই থেকে গত কয়েক মাসে প্রায় প্রতিদিন ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। বিশেষ করে জেনিন, নাবলুস ও পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযানে অনেক ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরও অনেককে আটক করা হয়েছে।
চলতি মাসের প্রথম সপ্তাহে পশ্চিম তীরের রামাল্লাহ শহরের কাছে এক অভিযানের সময় গুলি করে দুই ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলের সেনারা। উত্তর রামাল্লাহর জালাজোন শরণার্থী শিবিরের কাছে গাড়িতে থাকা দুই ফিলিস্তিনিকে লক্ষ করে গুলি চালায় ইসরাইলের সৈন্যরা।
নিজেদের একটি স্বাধীন রাষ্ট্র চাওয়া ফিলিস্তিনিদের অন্যতম ভূখণ্ড পশ্চিম তীরে সাম্প্রতিক মাসগুলোয় সহিংসতা বাড়তে দেখা গেছে। পশ্চিম তীরের শহরগুলোর বিভিন্ন সড়কে একের পর এক প্রাণঘাতী হামলার পর ইসরাইল সেখানে তাদের অভিযানের মাত্রাও বাড়িয়েছে। চলতি বছরের শুরুতে পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গুলিতে কমপক্ষে ১৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।