Print Date & Time : 15 September 2025 Monday 5:05 pm

পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনিকে হত্যা ইসরাইলি বাহিনীর

শেয়ার বিজ ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলের সামরিক বাহিনী। গতকাল বৃহস্পতিবার পশ্চিম তীরের জেনিন শহরের কাছে তাদের হত্যা করা হয়। খবর: এএফপি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, গতকাল ভোরে জেনিনে ইসরাইলি বাহিনীর দখলদারিত্বের বুলেটে তিনজন নিহত হয়েছে।

গত ৩০ নভেম্বর জেনিন শরণার্থী শিবিরে ব্যাপক সংঘর্ষের পর ইসরাইলি সামরিক বাহিনী অভিযানের সময় আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করে। এর পর ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেডের জেনিন ব্যাটালিয়ন জানায়, নিহত দুই ব্যক্তি তাদের নেতা ছিলেন।

এর আগে গত ২৯ অক্টোবর ফিলিস্তিনের পশ্চিম তীরে পৃথক দুটি ঘটনায় ইসরাইলি বাহিনী দুই ফিলিস্তিনিকে হত্যা করে। আরও আগে গত ২৫ অক্টোবর পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছিলেন। এ ঘটনায় আহত হন আরও ১৯ জন। একই দিন রামাল্লায় ইসরাইলি বাহিনীর হাতে আরেক ফিলিস্তিনি নিহত হন। রামাল্লায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দপ্তর অবস্থিত।

এর দু’দিন আগে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী এক ফিলিস্তিনি যুবককে হত্যা করে। সে সময় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছিলেন, পশ্চিম তীরের একটি চেকপয়েন্টে ওই ফিলিস্তিনি যুবককে মাথায় গুলি চালিয়ে হত্যা করা হয়।

এছাড়া অক্টোবরের প্রথম সপ্তাহে পশ্চিম তীরে গ্রেপ্তার অভিযান পরিচালনার সময় দুই ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করে ইসরাইলি সামরিক বাহিনী। এর আগে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পশ্চিম তীরে তিন ফিলিস্তিনিকে গুলি চালিয়ে হত্যা করে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। সাম্প্রতিক সময়ে ইসরাইল পশ্চিম তীরে রাত্রিকালীন অভিযান জোরদার করেছে। এর পর থেকে সেখানে সহিংসতা বেড়েছে। এ ধরনের অভিযানে প্রায়ই ইসরাইলি সেনাবাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। চলতি বছর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইল-ফিলিস্তিনি লড়াইয়ে ১৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি হামলায় ইসরাইলে ১৯ জন নিহত হওয়ার পর থেকে এ লড়াই আরও জোরালো হয়েছে।