Print Date & Time : 8 September 2025 Monday 6:51 pm

পাঁচবিবিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধি,জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জাম্বুবান গ্রামে পুকুরের পানিতে ডুবে মোরসালিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মোরসালিন জাম্বুবান গ্রামের ফারুক হোসেনের ছেলে বলে জানা গেছে।

শিশুটির পরিবার থেকে জানা গেছে, সোমবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিলো মোরসালিন। কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে কখন যে পানিতে ডুবে গেছে তারা কেউ বলতে পারেনা। এদিকে দীর্ঘ সময় ছেলেকে না পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে শিশুটি পুকুরের পানিতে ভেসে ওঠে। এসময় পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে শিশুটিকে মৃত্যূ বলে ঘোষণা করেন।

পাচঁবিবি থানার অফিসার ইনর্চাজ পলাশ চন্দ্র দেব, বিষয়টি নিশ্চিত করেছেন।