Print Date & Time : 6 July 2025 Sunday 2:17 pm

পাঁচ কেজি ওজনের দুটি ভোল মাছ বিক্রি হলো ৫৫ হাজার টাকায়

প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে ধরা তিন ও আড়াই কেজি ওজনের দুটি ভোল (জাভা) মাছ ৫৫ হাজার টাকায় বিক্রি করেছেন দুই জেলে। গত সোমবার  শ্যামনগর উপজেলার সোনারমোড় মৎস্য আড়তে কালিঞ্চি গ্রামের অলিউর রহমান এবং শাহিন আলম মাছ দুটি বিক্রি করেন। এর আগে অপর দুই সহযোগীর সঙ্গে মিলে সুন্দরবনের দাড়গাং এলাকা থেকে তারা জাল দিয়ে মাছ দুটি শিকার করেন।

জেলে অলিউর জানান, ৩০ ডিসেম্বর বন বিভাগের অনুমতি নিয়ে তারা সুন্দরবনে মাছ শিকারে যান। টানা চার দিনে তেমন মাছ না মিললেও পঞ্চম দিনে রায়মঙ্গল নদীর দাড়গাং এলাকায় জাল পাতার পর অন্যান্য মাছের সঙ্গে দুটি মাঝারি সাইজের ভোল মাছ জালে আটকে পড়ে। রোববার লোকালয়ে ফিরে সোমবার তারা ভোল মাছ দুটি শ্যামনগরের মাজাট গ্রামের ব্যবসায়ী নুরুজ্জামানের কাছে ৫৫ হাজার টাকা বিক্রি করেছেন।

ব্যবসায়ী নুরুজ্জামান জানান, ওষুধ তৈরি করার জন্য বিদেশে ভোল মাছের ফুলকার বিশেষ চাহিদা থাকায় তার মূল্যও বেশি। এমন সাইজের মাছের প্রতি কেজির দাম ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা রয়েছে।

তিনি আরও জানান, সামান্য কিছু লাভ রেখে মাছ দুটি চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে বিক্রি করবেন।