Print Date & Time : 30 August 2025 Saturday 12:09 pm

পাঁচ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আইপিডিসি ফাইন্যান্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬০ পয়সা, গত বছরের একই সময় যা ছিল ৫৫ পয়সা। ৩১ মার্চ, ২০২২ কোম্পানিটির শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৭২ পয়সা।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে সাত পয়সা (লোকসান), আগের বছরের একই সময়ে যা ছিল চার পয়সা। আর প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই-মার্চ ’২২) ইপিএস হয়েছে তিন টাকা ছয় পয়সা (লোকসান), যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা। ২০২২ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে এক টাকা ৮৩ পয়সা (লোকসান)।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯ পয়সা, গত বছরের একই সময় যা ছিল ১ টাকা ৭ পয়সা। ৩১ মার্চ, ২০২২ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৫ পয়সা। আর এ প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১ টাকা ৪২ পয়সা।

এনসিসি ব্যাংক: প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৯ পয়সা, গত বছরের একই সময় যা ছিল ৫২ পয়সা। ৩১ মার্চ, ২০২২ কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৬৫ পয়সা। আর এ প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৩ টাকা ৮৪ পয়সা (ঘাটতি)।

ডেল্টা স্পিনার্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৪ পয়সা। আর প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই-মার্চ ’২২) ইপিএস হয়েছে ৪ পয়সা (লোকসান), যা আগের বছরের একই সময়ে ছিল ১১ পয়সা। ২০২২ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৯ পয়সা।