শেয়ার বিজ ডেস্ক: পাঁচ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের মাধ্যমে ভোক্তাদের গোপনীয়তা সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে সম্মত হয়েছে গুগল। মামলায় অভিযোগ করা হয়েছে, ব্যক্তিগতভাবে ইন্টারনেট ব্রাউজ করছেন, এমন ধারণা তৈরি করেও ব্যবহারকারীদের ডেটা ট্র্যাক করেছে গুগল। খবর: এএফপি।
মামলার বিষয়বস্তু ছিল গুগলের ক্রোম ব্রাউজারে ‘ইনকোগনিতো’ বা ছদ্মবেশী মোড। অভিযোগকারীরা বলেছেন, এ ছদ্মবেশী মোড ব্যবহারকারীদের একটি মিথ্যা ধারণা দিয়েছে যে, তারা অনলাইনে যা অনুসন্ধান করছেন তা সিলিকন ভ্যালির এ প্রযুক্তি সংস্থা দ্বারা ট্র্যাক করা হচ্ছে না। কিন্তু মামলায় অভ্যন্তরীণ গুগল ইমেইল তুলে ধরা হয়েছে। তাতে দেখানো হয়েছে যে, ছদ্মবেশী মোড ব্যবহার করেন এমন ব্যক্তিদেরও ওয়েব ট্র্যাফিক পরিমাপ এবং বিজ্ঞাপন বিক্রি করার জন্য ব্যাপক আকারে অনুসন্ধান ও অনুসরণ করছে গুগল।
আদালতে নথিতে বলা হয়েছে, বিচারক নিশ্চিত করেছেন যে, গুগলের আইনজীবীরা ক্লাস অ্যাকশন মামলা নিষ্পত্তির জন্য একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন। ২০২০ সালে দায়ের করা এ মামলায় দাবি করা হয়েছিল লাখ লাখ মানুষ গুগলের এ কর্মকাণ্ড দ্বারা প্রভাবিত হয়েছে।
বাদী পক্ষের আইনজীবীরা প্রত্যেক ব্যবহারকারীর জন্য কমপক্ষে পাঁচ হাজার ডলার ক্ষতিপূরণ চাচ্ছেন। এ ফার্মের গুগল অ্যানালিটিক্স বা অ্যাড ম্যানেজার পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীদের ট্র্যাক করা হয়েছে, এমনকি যখন তারা ব্যক্তিগত ব্রাউজিং মোডে ছিলেন বা তাদের গুগল অ্যাকাউন্টে লগ ইন করা ছিল না।
এ ক্ষতিপূরণের পরিমাণ কমপক্ষে পাঁচ বিলিয়ন ডলার হবে। অবশ্য নিষ্পত্তির পরিমাণ সম্ভবত সেই অঙ্কে পৌঁছাবে না। তাছাড়া দুই পক্ষের মধ্যে প্রাথমিক নিষ্পত্তির জন্য কোনো পরিমাণও দেয়া হয়নি। গুগল ও ব্যবহারকারীদের পক্ষের আইনজীবীÑকেউই তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।
এর আগে বিচারক কর্তৃক মামলার সিদ্ধান্ত নেয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছিল গুগল। তার কয়েক সপ্তাহ পরেই এ নিষ্পত্তি হলো। পরের বছর একটি জুরি বিচার শুরু হওয়ার কথা ছিল।
ক্যালিফোর্নিয়ার একটি আদালতে দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, গুগলের কর্মকাণ্ড ‘ইনকোগনিতো’ বিকল্পের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন করেছে।
মূল অভিযোগপত্রে বলা হয়েছে, গুগল ও এর কর্মীদের ব্যবহারকারীর জীবন, আগ্রহ ও ইন্টারনেট ব্যবহার সম্পর্কে ঘনিষ্ঠ বিবরণ জানার ক্ষমতা দেয়া হয়েছিল।”
এতে আরও বলা হয়েছে, গুগল নিজেকে এতটাই বিশাল ও বিস্তারিত তথ্যের একটি দায়বদ্ধ ভাণ্ডারে পরিণত করেছে যে, জর্জ অরওয়েল এটি স্বপ্নেও ভাবতে পারেননি।
২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি এর মধ্যে আদালতের অনুমোদনের মাধ্যমে একটি আনুষ্ঠানিক নিষ্পত্তির আশা করা হচ্ছে।
ক্লাস অ্যাকশন মামলাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে ডেটা গোপনীয়তার বিষয়ে বড় প্রযুক্তি সংস্থাগুলোকে চ্যালেঞ্জ করার প্রধান স্থান হয়ে উঠেছে। কিন্তু এখানে ব্যক্তিগত ডেটা পরিচালনার বিষয়ে সামগ্রিত আইনের অভাব রয়েছে।
আগস্টে ব্যবহারকারীর অনুসন্ধানের ডেটাতে তৃতীয় পক্ষকে হস্তক্ষেপ করতে দেয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে চলমান মামলা নিষ্পত্তি করতে গুগল ২৩ মিলিয়ন ডলার পরিশোধ করেছে।
২০২২ সালে ফেসবুকের মূল কোম্পানি মেটা একই ধরনের মামলা নিষ্পত্তি করে। কোম্পানিটি ব্যবহারকারীর ডেটা পরিচালনার জন্য ৭২৫ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়।