নিজস্ব প্রতিবেদক: অর্থবছরের প্রথম পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন বাজেট (এডিপি) বাস্তবায়ন হয়েছে ১৮ দশমিক ৪১ শতাংশ। সব মন্ত্রণালয় তাদের বরাদ্দের অর্থ কিছু কিছু খরচ শুরু করলেও ডলার সংকটের কারণে এক টাকাও খরচ করতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রকাশিত এডিপির হালননাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাত প্রকল্পের জন্য বরাদ্দ ১০১ কোটি ৪১ লাখ টাকা। কিন্তু অর্থবছরের পাঁচ মাস অতিবাহিত হলেও এক টাকাও খরচ করতে পারেনি এ মন্ত্রণালয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর বেশিরভাগই দেশের বাইরে হওয়ায় এ অর্থ খরচে সতর্কতা অবলম্বন করছে বলে জানা গেছে।
এছাড়া, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জন্য বরাদ্দকৃত ৩৬৩ কোটি টাকার মধ্যে বাস্তবায়ন হয়েছে মাত্র ১ কোটি ৯৪ লাখ টাকা। অর্থাৎ মোট বরাদ্দের দশমিক ৫৩ শতাংশ খরচ করতে পেরেছে এ বিভাগ। জননিরাপত্তা বিভাগের ১৮টি প্রকল্পের জন্য বরাদ্দ ১ হাজার ৪৮৩ কোটি টাকা। কিন্তু অর্থবছরের পাঁচ মাস চলে গেলেও এ বিভাগের খরচ হয়েছে মাত্র ৪৪ কোটি ৩১ লাখ টাকা, অর্থাৎ মোট বরাদ্দের ২ দশমিক ৯৯ শতাংশ খরচ হয়েছে।
একই অবস্থা জনপ্রশাসন মন্ত্রণালয়েও। এ মন্ত্রণালয়ের ১৪টি প্রকল্পের অধীনে বরাদ্দ রয়েছে ৬৩০ কোটি ২৩ লাখ টাকা। আলোচিত এ সময়ে এ প্রতিষ্ঠান খরচ করেছে মাত্র ১৪ কোটি ১১ লাখ টাকা। অর্থাৎ বরাদ্দের তুলনায় মাত্র ২ দশমিক ২৪ শতাংশ খরচ হয়েছে।
তবে পাঁচ মাসে খরচের শীর্ষে আছে মন্ত্রী পরিষদ বিভাগ। এ বিভাগের পাঁচ প্রকল্পের জন্য ১৮ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ রয়েছে। ইতোমধ্যে তারা ১১ কোটি ৩৪ লাখ টাকা খরচ করেছে। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় করেছে ধর্ম মন্ত্রণালয়, এ প্রতিষ্ঠানের ১০ প্রকল্পের অধীনে বরাদ্দ ১ হাজার ৮৯৩ কোটি ২৯ লাখ টাকা। প্রতিষ্ঠানটি খরচ করেছে ৮০১ কোটি ৭২ লাখ টাকা, যা মোট বরাদ্দের ৪২ দশমিক ৩৫ শতাংশ।
অক্টোবরে বার্ষিক উন্নয়ন বাজেট (এডিপি) বাস্তবায়নের হার পাঁচ বছরের মধ্যে সর্বনি¤েœ নেমে এলেও নভেম্বরে তা কিছুটা বেড়েছে। চলতি অর্থবছরের (২০২২-২৩) প্রম পাঁচ মাস জুলাই-নভেম্বরে এডিপি বাস্তবায়নের হার ১৮ দশমিক ৪১ শতাংশ। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সূত্রে জানা গেছে এ তথ্য।
আইএমইডির তথ্য বিশেষণে দেখা যায়, জুলাই থেকে নভেম্বরে এডিপি বাস্তবায়ন হয়েছে ৪৭ হাজার ১২২ কোটি টাকার। এ বছর এডিপিতে বরাদ্দ ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। অর্থাৎ বরাদ্দের তুলনায় বাস্তবায়ন ১৮ দশমিক ৪১ শতাংশ। গত অর্থবছরের (২০২১-২২) একই সময়ে তা ছিল ১৮ দশমিক ৬১ শতাংশ। ২০২০-২১ অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল সর্বোচ্চ ১৭ দশমিক ৯৩ শতাংশ।
এছাড়া একক মাস হিসেবে শুধু নভেম্বরে মন্ত্রণালয় ও বিভাগগুলো প্রকল্প বাস্তবায়নে খরচ করেছে ৫ দশমিক ৭৭ শতাংশ। এ মাসে সরকারি বিভিন্ন প্রকল্পে বাজেট বাস্তবায়ন হয়েছে ১৪ হাজার ৭৬৪ কোটি টাকা। এর আগের বছরের নভেম্বরে বাস্তবায়ন ছিল ৫ দশমিক ৫৫ শতাংশ। অর্থাৎ একক মাস হিসেবে গত বছরের তুলনায় বাস্তবায়ন বেড়েছে।
এডিপির তথ্য বিশ্লেষণে দেখা যায়, নভেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের অর্থ খরচ করেছে ২৭ হাজার ৪৪৯ কোটি টাকা। যা বরাদ্দের ১৮ দশমিক ৪২ শতাংশ। বিদেশী অর্থ খরচ করেছে ১৭ হাজার ৭০৯ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৯ দশমিক ২৯ শতাংশ। এছাড়া বাকি অর্থ খরচ হয়েছে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তহবিল থেকে। তা ১ হাজার ৯১৪ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৯ দশমিক ৩৭ শতাংশ।
এ বছরে মন্ত্রণালয় ও বিভাগগুলোর মোট প্রকল্প সংখ্যা ১ হাজার ৪৯৬টি। এর মধ্যে মূল প্রকল্প ১ হাজার ৪৪১টি, উপ-প্রকল্প ৪৬টি এবং উন্নয়ন সহায়তা থোক ৯টি। এ প্রকল্পগুলোর মধ্যে কারিগরি সহায়তা প্রকল্প ১০৬টি, বিনিয়োগ প্রকল্প ১ হাজার ২৯৬টি।