পাঁচ সিটিতে জাপার মেয়র প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী ঘোষণা করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এ প্রার্থিতা ঘোষণার জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থীরা হলেনÑগাজীপুর সিটি করপোরেশনে সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনে সাইফুল ইসলাম স্বপন, খুলনা সিটি করপোরেশনে শফিকুল ইসলাম মধু, বরিশাল সিটি করপোরেশনে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং সিলেট সিটি করপোরেশনে নজরুল ইসলাম বাবু।

জিএম কাদের বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশাবাদী হতে চাই। আমরা আশা করছি, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে। আমাদের প্রার্থীরা যেন বিজয়ী হয় সেই মনোভাব নিয়েই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। নির্বাচনের প্রতি আস্থা অনেকাংশেই দেশের মানুষ হারিয়ে ফেলেছে। ভোটের প্রতি আস্থা ফেরাতে সরকারকেই উদ্যোগ নিতে হবে। 

এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন হবে। পরবর্তী নির্বাচনের ব্যাপারে

অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। আমরা চাই নির্বাচন গ্রহণযোগ্য ও অর্থবহ হোক। কিন্তু নির্বাচন গ্রহণযোগ্য করতে দায়িত্বশীলদের কাজ করতে হবে। আমরা দেশ ও জাতির প্রত্যাশা পূরণের স্বার্থে কাজ করে এগিয়ে যেতে চাই। আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সরকারের সমালোচনা করছি। তিনি প্রশ্ন রেখে বলেন, আমরা কোনো দলের সঙ্গে না গেলেই, আমরা কোনো দলের দালালি করছি? যারা আমাদের সমালোচনা করেন, তারা তাদের স্বার্থেই কথা বলেন।

এ সময় জিএম কাদের বলেন, আমরা জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সব নির্বাচনে অংশ নেবোÑপার্টির এমন সিদ্ধান্ত ছিল। আমাদের প্রার্থীরা জয়ী হতে শেষ পর্যন্ত সংগ্রাম করবেন। নির্বাচন কমিশন এবং নির্বাচন-সংশ্লিষ্টদের প্রতি আমাদের প্রত্যাশাÑনির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হয়। প্রার্থীরা যেন প্রচার-প্রচারণাসহ সব নির্বাচনী কাজে সমান সুযোগ পায়। ভোটাররা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে। ভোটাররা যেন অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। দেশের মানুষ আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা দলকে আরও শক্তিশালী করতে কাজ করছি।

জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা সরকারের সঙ্গে নেই। সংসদে আমাদের বক্তব্য প্রমাণ করে সরকারের সঙ্গে আমাদের কোনো প্রেম নেই। আমরা নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে ৩০০ আসনে অংশ নেয়ার পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমরা বিপুল ভোটে বিজয়ী হয়েছি। সেই নির্বাচনে আওয়ামী লীগ জামানত হারিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতায় থেকে সারাদেশে দুঃশাসন কায়েম করেছে। দেশের মানুষ ওই দুটি দলের ওপর বিরক্ত। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি দলের প্রতি আস্থা রাখতে চায়। আমরা জনগণের সেই আস্থা অর্জনের জন্য কাজ করছি। আওয়ামী লীগের সঙ্গে আমাদের নির্বাচনী জোট ছিল, সেটা এখন আর নেই। আমরা কখনোই নৌকা নিয়ে নির্বাচন করিনি, আমরা লাঙ্গল নিয়েই নির্বাচন করেছি। কারও দয়ায় জাতীয় পার্টি নির্বাচন করব না। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি যেন সম্মানজনক অবস্থানে যেতে পারে সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেছেন, ৩০০ আসনেই আমাদের প্রার্থীরা মাঠে আছেন। তারা নির্বাচন সামনে রেখে জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

পরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে বিভাগীয় কমিটির প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, সৈয়দ মো. আব্দুল মান্নান, মীর আব্দুস সবুর আসুদ, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, নাসরিন জাহান রতœা, শফিকুল ইসলাম সেন্টু, শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।