Print Date & Time : 28 August 2025 Thursday 11:27 pm

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক : পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম আরও বাড়ানো হয়েছে। এবার ১৯.৯২ শতাংশ দাম বাড়ানো হয়েছে বলে জানা গেছে। পাইকারি বিদ্যুতের দাম বাড়াতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই সিদ্ধান্ত নেয়।

আজ সোমবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় মূল্য বৃদ্ধির এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল।

পাইকারি পর্যায়ে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ২২ পয়সা, যা আগে ছিল ৫ টাকা ১৭ পয়সা। এই দাম ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে।