পাউন্ডের বিনিময় মূল্য ও পুঁজিবাজারে পতন

শেয়ার বিজ ডেস্ক: ব্রিটেনে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। এতে দেশটির সঙ্গে অন্য দেশগুলো ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে। নতুন করে অর্থনীতে এর প্রভাব পড়বে বলে শঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে পাউন্ড স্টার্লিং এবং ইউরোপের পুঁজিবাজারে। গতকাল ইউরোপের শেয়ার সূচক গড়ে দুই শতাংশ পতন হয়েছে। প্রধান মুদ্রার বিপরীতে পাউন্ডের বিনিময় মূল্য কমেছে। খবর : বিবিসি ও রয়টার্স।

করোনাভাইরাসের নতুন ধরনে সংকটে পড়েছে ব্রিটেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে ব্রিটেনের ব্রেক্সিটপরবর্তী বাণিজ্য চুক্তি নিয়েও অনিশ্চয়তা চলছে। ৩১ জানুয়ারির মধ্যে চুক্তি না হলে ব্রিটেনকে বিশ্ববাণিজ্য সংস্থার নিয়ম মেনে ইউরোপের সঙ্গে বাণিজ্য করতে হবে। এ দুই বিষয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ কাজ করছে। বিনিয়োগের বিষয়ে তারা সতর্ক হচ্ছে। গতকাল ডলারের বিপরীতে প্রতি পাউন্ডের বিনিময় মূল্য এক দশমিক তিন শতাংশ কমে এক দশমিক ৩৩ এ পৌঁছায়। বিশ্লেষকরা বলছেন, চলতি ইইউর সঙ্গে চুক্তি না হলে পাউন্ডের মূল্য এক দশমিক ২৫ ডলারে নেমে আসতে পারে। ইউরোর বিপরীতে গতকাল  পাউন্ডের বিনিময় মূল্য এক দশমিক ছয় শতাংশ কমেছে।

গতকাল লন্ডনের এফটিএসই ১০০ সূচক কমেছে দুই দশমিক সাত শতাংশ। জার্মানির ডিএএক্স সূচক কমেছে প্রায় তিন শতাংশ এবং ফ্রান্সের সিএসি ৪০ সূচকও কমেছে তিন শতাংশ। এছাড়া এ অঞ্চলের সব বড় শেয়ার সূচকই গতকাল ছিল নিম্নমুখী ধারায়। এর প্রভাব পড়েছে এশিয়ার পুঁজিবাজারেও। গতকাল চীনের সাংহাই বাদে সব সূচকই ছিল নিম্নমুখী। এর মধ্যে ভারতের সেনসেক্স কমেছে তিন শতাংশ। এছাড়া হংকংয়ের হ্যাংসেন  ও জাপানের নিক্কেই সূচকও এদিন ছিল পতনের ধারায়।

করোনার প্রতিষেধক দেয়া যখন পুরোদমে চলছে, তথনই  লন্ডনসহ দক্ষিণ ইংল্যান্ডে অতি দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন ধরনের করোনাভাইরাস। এর জেরে ব্রিটেনে আবার শুরু হয়েছে লকডাউন। ইউরোপের অনেক দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, নতুন ধরনের করোনাভাইরাস আগের তুলনায় ৭০ শতাংশ বেশি গতিতে ছড়ায়। যার জেরে দক্ষিণ ইংল্যান্ডে সম্প্রতি অতি দ্রুত গতিতে করোনা ছড়িয়েছে। তবে জনসন জানিয়েছেন, নতুন ধরনের করোনাভাইরাস আরও মারাত্মক কি না, তার জন্য আরও প্রবল অসুস্থতা হচ্ছে কি না তা এখনও জানা যায়নি।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডাব্লিউএইচও) ব্রিটেন এ ভাইরাস সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছিল, তা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। লন্ডনের নতুন যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের ৬০ শতাংশই নতুন ভাইরাসের কবলে পড়েছেন। জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোববার এ ভাইরাসে এক হাজার ১০০ জন আক্রান্ত হয়েছেন। এটি প্রথমে দক্ষিণ আফ্রিকায় দেখা গিয়েছিল।

এদিকে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য ব্যবস্থা নিয়ে ব্রিটেন ও ইইউর মধ্যে আলোচনার ৯ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সুরাহার দেখা মেলেনি। এদিকে ব্রেক্সিটের রূপান্তরকালীন মেয়াদও শেষের পথে। এ অবস্থায় দুই পক্ষের মধ্যে একটি গ্রহণযোগ্য বাণিজ্য চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সামুদ্রিক মৎস্য সম্পদের ওপর অধিকার প্রশ্ন।

উভয় পক্ষই চায় ব্রেক্সিটের পরও আন্তঃসীমান্ত মৎস্য আহরণ ও বাণিজ্য অব্যাহত থাকুক। সমুদ্রসীমায় মৎস্য আহরণের কাজে নিয়োজিত জাহাজগুলোর কার্যক্রম নিয়ে কোনো বিবাদ তৈরি হোক, তা-ও চায় না তারা। কিন্তু ঝামেলাটা বেধেছে কার হিস্যা কত হবে তা নিয়ে।