শেয়ার বিজ ডেস্ক: ইতিহাসে প্রথম বার পেট্রোল ও ডিজেলের দাম ৩০০ পার করল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের অর্থমন্ত্রী জানান, পেট্রোলের দাম ১৪.৯১ রুপি এবং হাই স্পিড ডিজেলের দাম ১৮.৪৪ রুপি বেড়েছে। এছাড়া পেট্রোলিয়াম শুল্ক প্রতি লিটারে ৫ রুপি বেড়েছে। আগের ৫৫ রুপির বদলে এখন দিতে হবে ৬০ রুপি। খবর: ডন।
ডনের প্রতিবেদনে বলা হয়, রুপির অবমূল্যায়ন ও বিশ্বব্যাপী জ্বালানি তেলের ক্রমবর্ধমান দামের কারণে ১৫ দিনের মধ্যে দ্বিতীয় দফা দাম বাড়িয়েছে। এ হিসেবে দুই সপ্তাহে পেট্রোল ও ডিজেলে সম্মিলিত বৃদ্ধি যথাক্রমে ৩১ দশমিক ৪১ রুপি ও ৩৮ দশমিক ৪৪ রুপি।
এর ফলে বর্তমানে দেশটিতে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩১১ দশমিক ৮৪ রুপি। বেশিরভাগ ভারী পরিবহন যানবাহন, ট্রেন, ট্রাক, বাস, ট্রাক্টরসহ নলকূপ ও অন্যান্য ইঞ্জিন চলে ডিজেলে। এ কারণে আরেক দফা বাড়তে পারে শাকসবজি ও অন্যান্য খাদ্যদ্রব্যের দাম।
একইভাবে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৩০৫ দশমিক ৩৬ রুপি। যার প্রভাব পড়বে ব্যক্তিগত পরিবহন ও ছোট যানবাহনে। যা সরাসরি মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তদের প্রভাবিত করবে। তবে কেরোসিন ও লাইট ডিজেলের দামে কোনো পরিবর্তন আসেনি।
গত কয়েক মাস ধরেই ভয়ঙ্কর আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তানের অর্থনীতি। গোটা দশকের মধ্যে সব থেকে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। মুদ্রাস্ফীতির জেরে জিনিসপত্রের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে। পাক মুদ্রার দামও আন্তর্জাতিক প্রেক্ষিতে হু হু করে পড়েছে। গত কয়েক মাসে জ্বালানি তেলের দামও বেড়েছিল অনেকটাই। কিন্তু বৃহস্পতিবারের বৃদ্ধিতে তৈরি হল নতুন রেকর্ড।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি পাকিস্তানের মুদ্রার (পাকিস্তানি রুপি) দামও পড়েছে। মঙ্গলবার ১ ডলার সমান ছিল ৩০৪.৪ পাকিস্তানি রুপি। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ৩০৫.৬ পাকিস্তানি রুপি। যা নতুন রেকর্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে সুদের হারও বাড়িয়েছে পাকিস্তানের সেন্ট্রাল ব্যাঙ্ক।
সম্প্রতি পাকিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনোয়ার হক কাকারের হাতে দেশের শাসনভার। নভেম্বরে পাকিস্তানে হবে সাধারণ নির্বাচন। তার আগে এই সরকারের হাতেই দেশ পরিচালনার ভার রয়েছে। কিন্তু পাকিস্তানে ভেঙে পড়া আর্থিক পরিস্থিতির বদল কী ভেবে হবে সেই দিশা পেতে নাকাল হতে হচ্ছে প্রশাসনকে। দেশের এই পরিস্থিতিতে সে দেশের সাধারণ মানুষও অসন্তুষ্ট।