Print Date & Time : 27 August 2025 Wednesday 9:40 pm

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন

শেয়ার বিজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ মারা গেছেন। ৭৯ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে রোববার (৫ ফেব্রুয়ারি) মারা যান।’অ্যামিলয়ডোসিস’ নামক এক বিরল রোগে ভুগছিলেন সাবেক এই সেনাপ্রধান।

পাকিস্তানি গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। গত বছরের জুনে প্রায় তিন সপ্তাহের মতো হাসপাতালে ভর্তি ছিলেন পারভেজ মোশাররফ।

সে সময় তার পরিবার পারভেজ মোশাররফের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে এক বিবৃতিতে জানায়, “কঠিন এক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি, যেখান থেকে আরোগ্যলাভ সম্ভব নয়। অঙ্গ-প্রত্যঙ্গগুলোও ঠিকমতো কাজ করছে না। তিনি যেন স্বাচ্ছন্দ্যে জীবনধারণ করতে পারেন, সে প্রার্থনা করুন।”

অবসরপ্রাপ্ত এই জেনারেলের অসুস্থতার কথা প্রথম জনসম্মুখে আসে ২০১৮ সালে। পারভেজ মোশাররফ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল অল পাকিস্তান মুসলিম লীগ (এপিএমএল) জানায়, তিনি এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন।