Print Date & Time : 3 September 2025 Wednesday 12:26 pm

পাকিস্তানে অনাস্থা প্রস্তাবের হিড়িক

শেয়ার বিজ ডেস্ক: এবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খান ও জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার মোহাম্মদ কাসিম খান সুরির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের আবেদন জানিয়েছে বিরোধী দলগুলো। খবর: ডন।

স্থানীয় সময় গত শুক্রবার প্রাদেশিক পরিষদের সচিব কিফায়েতুল্লাহ আফ্রিদির দপ্তরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আনা আবেদনপত্রটি জমা দেন বিরোধী দলের নেতারা। একে পাখতুনখাওয়ার প্রাদেশিক পরিষদ বিলুপ্ত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

পাখতুনখাওয়ার ১৪৫ সদস্যের প্রাদেশিক পরিষদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ৯৪ সদস্য রয়েছেন। বিরোধী দলগুলোর আইনপ্রণেতার সংখ্যা ৫১। বর্তমানে পরিষদে একটি অধিবেশন চলছে। স্পিকার আগামী ১০ মে পর্যন্ত এ অধিবেশন মুলতবি রেখেছেন।

আবেদনে বলা হয়, মুখ্যমন্ত্রী হিসেবে মাহমুদ খান এখন আর প্রাদেশিক পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা ধরে রাখতে পারছেন না। এখন সিদ্ধান্ত নিতে হবে, মাহমুদ খান এ পদে বহাল থাকবেন কি না।

তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) সরদার হুসেইন বাবাক, খুশদিল খান ও সাগুফতা মালিক, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) আইনপ্রণেতা নিঘাত ওরাকজাই, মুত্তাহিদা মজলিস-ই-আমলের (এএমএ) আইনপ্রণেতা মিয়া নিসার গুল ও বেলুচিস্তান আওয়ামী পার্টির আইনপ্রণেতা বিলাওয়াল আফ্রিদি।

এদিকে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির আগে পাকিস্তানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার মোহাম্মদ কাসিম খান সুরির বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব তুলেছে বিরোধী জোট। গত শুক্রবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জাতীয় পরিষদে জমা দেয়া হয়।

প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব গত ৩ এপ্রিল ডেপুটি স্পিকার কাসিম সুরিই বাতিল করেছিলেন, যা সুপ্রিম কোর্টের রায়ে অবৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসারের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধী জোটগুলো।