Print Date & Time : 12 September 2025 Friday 12:14 am

পাকিস্তানে টিকাদান টিমের পুলিশ সদস্য খুন

শেয়ার বিজ ডেস্ক: পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি বা পাকিস্তানি তালেবান) এক পুলিশ সদস্যকে খুন করেছে। আজ দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে এ হত্যা হয়েছে। এতে আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এই পুলিশ সদস্যরা পোলিও টিকাদান টিমের পাহারায় ছিলেন। খবর: আল জাজিরা।

টিটিপির মুখপাত্র মোহাম্মদ খুরাসানি এ হামলার দায় স্বীকার করেছেন। এক মাসের অস্ত্রবিরতি চুক্তি প্রত্যাহারের ঘোষণার পর এটিই টিটিপির প্রথম হামলা।

পাকিস্তানের পোলিও টিকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পাহারায় রাখা হয়। প্রায়ই টিকাদান টিমের ওপর হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। তাদের দাবি, এ টিকা শিশুদের পুরুষত্বহীন করার জন্য পশ্চিমাদের ষড়যন্ত্র।

পুলিশ কর্মকর্তা সাজ্জাদ আহমেদ জানান, মোটরসাইকেলে চড়ে দুই বন্দুকধারী গুলি চালায়। তারা টিকার নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বরত পুলিশ সদস্যদের টার্গেট করে এ হামলা চালায়। ঘটনাস্থলে এক কনস্টেবলের মৃত্যু হয়। আরেকজনের অবস্থা গুরুতর।