Print Date & Time : 5 July 2025 Saturday 7:52 pm

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ সন্ত্রাসী নিহত

শেয়ার বিজ ডেস্ক : পাকিস্তানের দুই প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ১২ সদস্য নিহত হয়েছে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে প্রাণ গেছে চার সেনা সদস্যেরও। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। খবর দেশটির সংবাদমাধ্যম ডনের।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলায় টহল দিচ্ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সহসা তাদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। পাল্টা গুলিবর্ষণে নিহত হয় ছয় বিচ্ছিন্নতাবাদী। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সেনাবাহিনীর চার সদস্য। এছাড়াও, চিত্রাল জেলায় সেনা অভিযানে প্রাণ গেছে আরও এক সন্ত্রাসীর।

এর আগে, বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে প্রাণ গেছে নিষিদ্ধ ঘোষিত ফিতনাহ আল হিন্দুস্তান সংগঠনের পাঁচ সদস্যের।

আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর শক্ত আস্তানা। সাম্প্রতিক সময়ে এসব এলাকায় অভিযানের মাত্রা বাড়িয়েছে পাকিস্তান সেনাবাহিনী।