পাকিস্তানে পেঁয়াজের দাম বেড়েছে ৫০০ শতাংশ

শেয়ার বিজ ডেস্ক: ভয়াবহ বন্যার কারণে পাকিস্তানে খাদ্যপণ্যের দাম বেড়েছে। এর মধ্যে পেঁয়াজের দাম বেড়েছে ৫০০ শতাংশ। চারগুণ বেড়েছে আলুর দাম। অন্যান্য সবজির দামও তুলনামূলক বেশি বেড়েছে। খবর: ডন।

পেঁয়াজ, টমেটো ও আলুর আকাশছোঁয়া দামের কারণে সংকটে পড়েছেন দেশটির মানুষ। অর্থনৈতিক সংকটে জর্জর দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩০ শতাংশে পৌঁছেছে। এ সংকট সামলাতে কর্তৃপক্ষ আরও কঠোর আর্থিক বিধিনিষেধ আরোপ করতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের।

বন্যার আগেই ধস নামে পাকিস্তানের অর্থনীতিতে। পরে বন্যার কবলে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সে দেশের কৃষিকাজ। এতে খাদ্যদ্রব্যের দাম আকাশ ছুঁয়েছে। প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে ৩০০ টাকা হয়েছে, আগে যার দাম ছিল ৫০ টাকা। চারগুণ বেড়ে প্রতি কেজি আলুর দাম হয়েছে ১০০ টাকা। প্রায় ৩০০ শতাংশ বেড়েছে টমেটোর দাম। তেল বা ঘিয়ের দামও বেড়েছে। খাদ্যসামগ্রী মজুতের গুদাম প্লাবিত হওয়ায় দুধ ও মাংসের সরবরাহও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব খাবারের জোগান কমে যাওয়ার ফলে ব্যাপকভাবে দাম বেড়েছে।

কয়েক দিন আগে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল জানান, সবজির দাম নিয়ন্ত্রণে আসবে। প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ পাকিস্তানকে আর্থিক সাহায্য দেয়ার ঘোষণা করেছে। কিন্তু বন্যার কারণে খাদ্যদ্রব্যের দাম অদূর ভবিষ্যতে কমবে বলে মনে করছেন না বিষেশজ্ঞরা। বন্যার কারণে দেশের কৃষিব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, তাই দেশে তীব্র খাদ্য সংকট দেখা দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

পাকিস্তানের অর্থনীতিতে কৃষির অবদান প্রায় এক-পঞ্চমাংশ হলেও এবারের বন্যায় তা ব্যাপক সংকুচিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানে গত পাঁচ দশকের মধ্যে চলতি বছর বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকট দেখা দিয়েছে। এছাড়া বর্ষা মৌসুমের শুরুতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এক-তৃতীয়াংশ তলিয়ে যাওয়ায় খাদ্য সংকটে পড়ে দেশটি। বন্যায় এখন পর্যন্ত দেশটির ৮০টি এলাকাকে দুর্যোগ-কবলিত হিসেবে ঘোষণা করা হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় সেই তালিকায় দেশটির আরও আটটি জেলা যুক্ত করা হয়েছে।