শেয়ার বিজ ডেস্ক: রাশিয়া থেকে এলপিজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রথম চালান পাকিস্তানে পৌঁছেছে। ইসলামাবাদে অবস্থিত রাশিয়ার দূতাবাস এ তথ্য জানিয়েছে। পাকিস্তান হচ্ছে রাশিয়ার জ্বালানির অন্যতম ক্রেতা। খবর: ডন।
গত বছর পাকিস্তান ও রাশিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় একটি তেলের চালান গ্রহণ করেছে পাকিস্তান। এবার ইরানের সহায়তায় রুশ এলএনজির চালান পৌঁছাল দেশটিতে।
রাশিয়ার দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, ইরানের মাধ্যমে পাকিস্তানে এক লাখ মেট্রিক টন এলপিজি সরবরাহ করা হয়েছে। ইরানের সরাখস স্পেশাল ইকোনমিক জোনের মাধ্যমে এ চালান পাকিস্তানে পৌঁছেছে। দূতাবাস আরও জানায়, দ্বিতীয় চালানের বিষয়টি প্রক্রিয়াধীন। তবে এক্ষেত্রে ইরান কীভাবে সহায়তা করছে, সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এর খরচ ও মূল্যছাড়ের ব্যাপারেও কোনো তথ্য দেয়া হয়নি।
পাকিস্তান জানিয়েছে, এর আগে তেলের চালানের মূল্য চীনা মুদ্রায় পরিশোধ করা হয়।
পাকিস্তানের আমদানি ব্যয়ের অধিকাংশ খরচ হচ্ছে জ্বালানি খাতে। প্রসঙ্গত, পাকিস্তানি রুপির অব্যাহত দরপতন এবং আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির কারণে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি করেছে আনোয়ারুল হক কাকারের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার। পাকিস্তানে আগেই থেকে পেট্রোল-ডিজেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তবে অর্থনৈতিকভাবে সংকটে থাকা দেশটি রাশিয়া থেকে মূল্যছাড়ে তেল কেনার প্রস্তাবে কিছুটা স্বস্তিতে রয়েছে।
চুক্তি চূড়ান্ত করার জন্য চলতি বছরের জানুয়ারিতে ইসলামাবাদে যান রাশিয়ার প্রতিনিধিরা। সেই সময় তিন দিনের বৈঠকে দেশ দুটি সব ধরনের কারিগরি বিষয় যেমন বিমা, পরিবহন ও পেমেন্ট নিয়ে আলোচনা করে। এর ধারাবাহিকতায় মার্চের শেষের দিকে চুক্তি সম্পন্ন করে দুই দেশ।
এর পর দুই দেশ এক যৌথ বিবৃতিতে জানায়, টেকনিক্যাল বিষয়গুলো অনুমোদিত হওয়ার পর পারস্পরিক অর্থনৈতিক সুবিধার জন্য তেল ও গ্যাস বাণিজ্যে ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ।