পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৬৪

শেয়ার বিজ ডেস্ক: পাকিস্তানে বিয়ের আসর থেকে ফেরার সময় এক বাস দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও আরও ৬৪ জন আহত হয়েছেন। রোববার দিবাগত রাতে পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলার কল্লর কাহার এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর: জিও নিউজ, ডন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, বিয়ের আসরের যাত্রীদের নিয়ে বাসটি রাজধানী ইসলামাবাদ থেকে লাহোরে ফেরার সময় দুর্ঘটনায় পড়ে। এ সময় বাসটি উল্টে যায়।

চাকওয়ালের ডিসি ডন নিউজকে বলেছেন, গাড়িটি ইসলামাবাদ-লাহোর মহাসড়কের একটি আঁকাবাঁকা অংশে নিয়ন্ত্রণ হারিয়ে অপরদিক থেকে আসা দুটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়।

পুলিশ কর্মকর্তা ও উদ্ধারকারীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই ১২ যাত্রীর মৃত্যু হয়, আহতদের হাসপাতালে নেয়ার পর সেখানে রাতেই আরও একজনের মৃত্যু হয়। প্রাণঘাতী এ দুর্ঘটনায় বাসটির চালকও নিহত হয়েছেন।

একজন পুলিশ কর্মকর্তা জানান, কালার কাহারের কাছে সল্ট রেঞ্জের পাহাড়ি এলাকা দিয়ে যাওয়া মোটরওয়ের বিপজ্জনক বাঁকে এ দুর্ঘটনা ঘটে। ইসলামাবাদ-লাহোর মোটরওয়েতে গাড়ি চালাতে অভ্যস্ত নয় এমন চালকরা এই ধরনের মারাত্মক দুর্ঘটনার মুখোমুখি হন জানিয়ে তিনি বলেন, ‘অধিকাংশ দুর্ঘটনা এই বাঁকটিতে ঘটে; কারণ এটি বাঁকানো এবং ঢালু।’

চাকওয়ালের ডিসি জানিয়েছেন, নারী ও শিশুসহ ৬৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সংকটজনক অবস্থায় থাকা ছয় যাত্রীকে রাওয়ালপিন্ডি নেয়া হয়েছে। বাকিদের কল্লর কাহারের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের সর্বোত্তম চিকিৎসা দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন তিনি।

এছাড়া পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ এবং ডেপুটি স্পিকার জাহিদ আকরাম দুররানিও মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন।