Print Date & Time : 4 September 2025 Thursday 1:18 pm

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১০ সেনাসদস্য নিহত

শেয়ার বিজ ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কেচ জেলায় নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০ সেনাসদস্য নিহত হয়েছেন। এছাড়া সেনাসদস্যদের গুলিতে এক সন্ত্রাসীও নিহত হয়েছে। সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে সন্ত্রাসী হামলায় সেনাসদস্যদের নিহত হওয়ার কথা জানায়। খবর: ডন, বিবিসি।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, গত মঙ্গল ও বুধবার রাতে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওই তল্লাশি চৌকিতে হামলা চালায়। বিবৃতিতে আরও বলা হয়, দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির সময় এক সন্ত্রাসী নিহত ও কয়েকজন আহত হয়। সন্ত্রাসীদের পাল্টা গুলিতে নিহত হন ১০ সেনাসদস্য।

হামলার পর নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানে তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। হামলায় জড়িত ব্যক্তিদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়। বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী আরও জানায়, যেকোনো মূল্যে দেশের মাটি থেকে সন্ত্রাসীদের নির্মূলে সশস্ত্র বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।

এর আগে জানুয়ারির শুরুতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু শহরে একটি সামরিক চৌকিতে সন্ত্রাসী হামলায় এক সেনাসদস্য নিহত হয়েছিলেন। ৫ জানুয়ারি একই প্রদেশে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর পৃথক দুটি অভিযানে দুই সেনাসদস্য ও একাধিক সন্ত্রাসী নিহত হওয়ার খবর জানানো হয়েছিল।

গত বছরের ডিসেম্বরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রদেশটির উত্তর ওয়াজিরিস্তান জেলায় সেনা অভিযানে সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছিলেন।

এর আগে চলতি মাসের শুরুতে আইএসপিআরের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল বাবর ইফতেখার জানিয়েছিলেন, ২০২১ সালে বিভিন্ন অভিযানে পাকিস্তানের সামরিক বাহিনীর ২৪৮ কর্মকর্তা ও সেনাসদস্য নিহত হয়েছেন।

উল্লেখ্য, দিন দুয়েক আগে পাকিস্তানের আরেক শহর লাহোরে বোমা বিস্ফোরণে তিনজন নিহত হন। বেলুচিস্তান-ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠী এ আক্রমণের দায় স্বীকার করে। এর পরই পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশে সেনা তল্লাশি চৌকিতে হামলার ঘটনা ঘটল।