শেয়ার বিজ ডেস্ক: পাকিস্তানের জন্য বরাদ্দ দেওয়া ৩০ কোটি ডলার সাহায্য বাতিল করেছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসলামাবাদের ব্যর্থতার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর। পাকিস্তানের জন্য বরাদ্দ বাতিলে এখনও কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন থাকলেও পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল কনে ফোল্কনার বলেছেন, এ অর্থ অন্য গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হবে। খবর বিবিসি।
চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তুলেছিলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলার সাহায্য নিয়ে শুধু ধোঁকাবাজি উপহার দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর অভিযোগ তোলে পাকিস্তানের মাটিকে হাক্কানি নেটওয়ার্ক ও আফগান তালেবানের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো নিরাপদ স্বর্গ হিসেবে ব্যবহার করলেও তা নিয়ন্ত্রণ করতে পারেনি ইসলামাবাদ।
গত শনিবার এক বিবৃতিতে কর্নেল ফোল্কনার বলেন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বৈষম্যহীনভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পাকিস্তানকে চাপ দিয়ে যাব। তিনি বলেন, বরাদ্দ বাতিল করা এ অর্থ পাকিস্তানের কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য হওয়া ক্ষতি পুষিয়ে নিতে অন্য যেকোনো স্থানে খরচ করা হবে।
আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানের নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর। এর আগেই এ ঘোষণা দিল পেন্টাগন।
চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সরকার ঘোষণা দেয়, তারা পাকিস্তানকে দেওয়া সামরিক সহায়তার প্রায় পুরোটাই বন্ধ করে দেবে। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র আলাদাভাবে জানিয়ে দেয় ফিলিস্তিনি শরণার্থী সংস্থায় অর্থ সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে।

Print Date & Time : 5 August 2025 Tuesday 5:51 pm
পাকিস্তানে সহযোগিতা বাতিল করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ♦ প্রকাশ: