Print Date & Time : 29 August 2025 Friday 2:51 am

পাকিস্তান গড়তে পারিনি: ইমরান খান

শেয়ার বিজ ডেস্ক:পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘পাকিস্তান গড়তে পারিনি।’ দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে ক্ষমতায় এসে দেশকে নতুন করে গড়ার যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা বাস্তবায়িত করতে পারেননি। অবশেষে দেশবাসীর সামনে নিজের ব্যর্থতার কথা স্বীকার করে নিলেন তিনি। খবর: ডন।

পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, প্রধানমন্ত্রী ইমরান খান তার ব্যর্থতার জন্য পাকিস্তানের ‘সিস্টেম’কে দোষারোপ করেছেন।

ঋণে জর্জর পাকিস্তানে বৈপ্লবিক পরিবর্তনের আশ্বাস দিয়ে ক্ষমতায় এসেছিলেন সাবেক ক্রিকেট তারকা। চার বছর পার না হতেই ব্যর্থতার কথা তিনি স্বীকার করে নিলেন।

সম্প্রতি পাকিস্তানের সবচেয়ে সফল ১০টি মন্ত্রণালয় ও দপ্তরের পুরস্কার বিতরণী মঞ্চে ইমরান খান এমন মন্তব্য করেন। এমন বক্তব্যের পর দেশটিতে সমালোচনা শুরু হয়েছে। আলোচনা হচ্ছে আন্তর্জাতিক মহলেও।

অনুষ্ঠানে ইমরান খান বলেন, ‘ক্ষমতায় এসে শুরুতেই আমি দেশে বৈপ্লবিক পরিবর্তন করতে চেয়েছিলাম। কিন্তু পরে বুঝতে পারি, আমলাতন্ত্র সেই বৈপ্লবিক পরিবর্তনের ধাক্কা নিতে পারছে না।’

তার দাবি, সরকার ও দেশের ভালো কীসে হয় তার মধ্যে কোনো সংযোগ নেই। মন্ত্রীরা ভাবেন না, কীভাবে দেশে দারিদ্র্য দূর করা যায়। কীভাবে রপ্তানি বাড়িয়ে আর্থিক উন্নতি করা যায়, তা তারা চিন্তা করেন না।

জানা যায়, পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট শিগগির দেশটির সংসদে ইমরান খানের সরকারের ওপর অনাস্থা প্রস্তাব আনবে। ইমরানের বিরুদ্ধে বর্তমানে সবচেয়ে বড় অভিযোগ হলো, তিনি প্রতিশ্রুতি রাখেন না।

দুর্নীতি রোধ ও আমলাতান্ত্রিক জটিলতা কাটাতে তিনি যে প্রতিশ্রুতি দিয়ে নতুন পাকিস্তানের স্বপ্ন দেখিয়েছিলেন, তা পূরণ করতে ব্যর্থ হয়েছেন।

এছাড়া তেল ও বিদ্যুতের লাগামছাড়া দামেও অতিষ্ঠ পাকিস্তানিরা। মুদ্রাস্ফীতিতেও লাগাম পরাতে পারেনি সরকার। উপরন্তু বেড়ে চলেছে আন্তর্জাতিক পর্যায়ে ঋণের বোঝা।

তার কারণে করুণ অর্থনীতি আরও বেহাল হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী দল পিপিপি।