পাকিস্তান রাশিয়ার তেল কিনতে পারবে: যুক্তরাষ্ট্র

শেয়ার বিজ ডেস্ক: পাকিস্তান রাশিয়ার কাছ থেকে ছাড়ের মূল্যে তেল কিনতে পারবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন রাশিয়ার তেলসহ জ্বালানি পণ্যের যে সর্বোচ্চ মূল্যসীমা বেঁধে দিয়েছে, সেই অঙ্গীকারনামায় স্বাক্ষর না করলেও পাকিস্তানকে এ সুবিধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। খবর: ডন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এডওয়ার্ড প্রাইস স্থানীয় সময় বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে বলেন, ওয়াশিংটন বেশকিছু দেশকে যে সুবিধা দিচ্ছে, পাকিস্তান চাইলে তা ব্যবহার করে রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারে।

গত ৩ ডিসেম্বর বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার তেলের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ৬০ মার্কিন ডলার নির্ধারণ করে দেয়। রাশিয়া যাতে তেল বিক্রি করে পাওয়া অর্থ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে কাজে না লাগাতে পারে, সেজন্য এ পদক্ষেপ নেয় পশ্চিমা জোট।

গত সপ্তাহে রাশিয়া জানায়, আগামী মার্চ থেকে তারা পাকিস্তানে তেল রপ্তানি করতে পারবে। দুই দেশের মধ্যে আলোচনা শেষে রাশিয়া এমনটি জানায়। ইসলামাবাদে রাশিয়ার জ্বালানিমন্ত্রী নিকোলাই শুলগিনভের তিন দিনের সফর শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

উভয় পক্ষ সম্মত হয়েছে, অর্জিত প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলোর ওপর ঐকমত্যের পর তেল ও গ্যাস বাণিজ্য লেনদেন এমনভাবে গঠন করা হবে, যাতে উভয় দেশের জন্য পারস্পরিক অর্থনৈতিক সুবিধা হয়। প্রক্রিয়াটি মার্চে শেষ হবে। মিত্র দেশের মুদ্রায় তেল ও গ্যাসের মূল্য পরিশোধে সম্মত হয়েছে পাকিস্তান।

অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে উল্লেখযোগ্যহারে ইউরোপে রুশ জ্বালানি রপ্তানি কমেছে। এ ক্ষতিপূরণের জন্য দেশটি বিকল্প বাজার খুঁজছে। এক্ষেত্রে এশিয়া তাদের প্রথম পছন্দ।

যুক্তরাষ্ট্র ও ইউরোপ রাশিয়া থেকে আর তেল আমদানি করে না। পশ্চিমা জোটের এই মূল্যসীমা নির্ধারণের ফলে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো অনেক দেশের অর্থনীতিতে প্রভাব পড়ার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।