পাচারের অর্থ ফেরাতে প্রবাসীদের সহযোগিতা চাইলেন গভর্নর

অসৎ ও দুর্নীতিবাজদের মাধ্যমে বাংলাদেশ থেকে পাচার করা সম্পদ ফেরাতে আমেরিকা প্রবাসীদের সহায়তা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য আইএমএফ সভায় যাওয়ার প্রাক্কালে গতকাল নিউইয়র্কে মধ্যাহ্নভোজে সপরিবারে অংশগ্রহণ করেন গভর্নর। এ সময় তিনি কয়েকজন প্রবাসী বাংলাদেশি মিডিয়া ব্যক্তিত্ব, কমিউনিটি নেতা, শিক্ষাবিদ ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে খোলামেলা কথাবার্তা বলেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, দুর্নীতিবাজদের মাধ্যমে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, তা ফিরিয়ে আনতে চাই। এ প্রক্রিয়ায় প্রবাসীদের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের পাচার করা অর্থ ফেরাতে বিশ্বব্যাপী তার কাযর্ক্রম সম্পর্কে আইএমএফ সভায় বিস্তারিত তথ্য তুলে ধরেন গভর্নর। সভায় উপস্থিত আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে তাদের মতামত ব্যক্ত করেন। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
গভর্নর আরও বলেন, বাংলাদেশ ব্যাংক শুধু অর্থনৈতিক নীতিনির্ধারক সংস্থা নয়, দুর্নীতিবিরোধী উদ্যোগেও সক্রিয় ভূমিকা রাখছে।

সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান বক্তব্য রাখেন। একইভাবে লেডি গভর্নর দিলরুবা রহমান দেশের উন্নয়নে নারীদের ও পারিবারিক সহায়তা বিষয়ে তার মতামত ব্যক্ত করেন।
সেন্টার ফর এনআরবি আয়োজিত ভোজসভায় সভাপতিত্ব করেন এনআরবি চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী। দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক ও সরকারের যে কোনো উদ্যোগে তারা পাশে থাকার প্রবাসীরা আশ্বাস প্রবাসীরা।