Print Date & Time : 29 July 2025 Tuesday 7:37 pm

পাঞ্জাবের আদালতে বিস্ফোরণ, নিহত ২

শেয়ার বিজ ডেস্ক: ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের একটি আদালত ভবনে বিস্ফোরণে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে চারজন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। খবর এনডিটিভি/হিন্দুস্তান টাইমস।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পাঞ্জাবের লুধিয়ানা জেলার আদালত ভবনের ভেতরে বিস্ফোরণে দু’জন নিহত ও আরও চারজন গুরুতর আহত হয়েছেন। লুধিয়ানা শহরের কেন্দ্রে জেলা কমিশনারের কার্যালয়ের পাশেই আদালত ভবনের অবস্থান।

সেই ভবনের দ্বিতীয় তলায় শৌচাগারে স্থানীয় সময় বেলা ১২টা ২২ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে তীব্রতার মাত্রা ছিল অনেক বেশি। যে কারণে শৌচাগারের দেওয়াল এবং আশপাশের কক্ষের জানালার কাঁচ ভেঙে পড়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, ভবনের দ্বিতীয় তলায় আটটি আদালত কক্ষ আছে। বিস্ফোরণের পর ওই ভবনের সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ওই এলাকা ঘিরে ফেলেছে এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি দেখা গেছে।

বিস্ফোরণে যারা গুরুতর আহত হয়েছেন তাদের মধ্যে আরএস মন্ড নামের আদালতের একজন আইনজীবীও রয়েছেন। হিন্দুস্তান টাইমস বলছে, আইনজীবীরা গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ধর্মঘট পালন করে আসছেন এবং সে কারণে বৃহস্পতিবার আদালতে আইনজীবীদের উপস্থিতি অন্য যেকোনো দিনের তুলনায় কম ছিল।

লুধিয়ানা জেলা আদালতে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। ভবনের দ্বিতীয় তলার আদালতের ক্যান্টিন থাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে কি-না সেটিও নিশ্চিত করতে পারেননি কর্মকর্তারা।