Print Date & Time : 6 September 2025 Saturday 1:53 pm

পাটগ্রামে ছিন্নমূল মানুষের মাঝে চার হাজার কম্বল বিতরণ

প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চার হাজার কম্বল বিতরণ করা হয়েছে। ইউএনও নাজমুল হক সুমন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার রাতে শীতার্তদের বাড়ি বাড়ি এসব কম্বল বিতরণ করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই উপজেলায় ৪২৪০ টি কম্বল বরাদ্দ হয়। এর মধ্যে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমেও কম্বল বিতরণ করা হয়।

সীমান্ত জেলা লালমনিরহাটের সর্ব উত্তরের উপজেলা পাটগ্রাম।এই উপজেলায় স্থল বন্দর এবং ১২০ কিলোমিটার দূরে দার্জিলিং,নেপাল ভুটান হওয়াতে শীতের প্রকোপ বেশি। তার মধ্যে কয়েক হাজার পাথর ভাঙা শ্রমিক, বন্দর শ্রমিক, চা শ্রমিক সহ ছিন্নমূল মানুষের সংখ্যা বেশি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার বলেন, আমাদের বরাদ্দের বেশিরভাগ কম্বল বিতরণ শেষ। আমরা আরো চাহিদা দিবো। চাহিদা অনুযায়ী শীতবস্ত্র বা কম্বল পাবো। তারপর নতুন করে বিতরণ হবে।